ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে মৌলভীবাজারের লাউয়াছড়ায় বনভোজনে যাওয়ার পথে একটি বাস খাদে পড়ে ১৫ কলেজ শিক্ষার্থী আহত হয়েছে।
সোমবার সকাল সোয়া ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া বাইপাস সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে তিনজনকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা সবাই কসবার গোপীনাথপুর আলহাজ শাহআলম কলেজের শিক্ষার্থী।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ২৬ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব