নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সোমবার সকালে বজ্রপাতে দেলোয়ার হোসেন নামে এক জেলের মৃত্যু হয়েছে। মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে ওই জেলের মৃত্যু হয়। এ সময় তার ছোট ভাই জাকির হোসেন আহত হয়।
এ ব্যাপারে আহত জাকির হোসেন জানান, উপজেলার বারদী ইউনিয়নের মেঘনা নদীর নুনেরটেক এলাকায় প্রতিদিনের মতো তার বড় ভাই দেলোয়ারকে নিয়ে মাছ ধরার জাল তুলতে যান। ভোর পৌনে ৪টার দিকে হঠাৎ একটি বজ্রপাত তাদের নৌকায় আছড়ে পড়ে। ঘটনাস্থলেই তার বড় ভাই দেলোয়ার নিহত হন। এসময় তাদের ব্যবহৃত নৌকাটিও ক্ষতিগ্রস্ত হয়।
নিহত দেলোয়ার হোসেন নুনেরটেক গ্রামের খোরশেদ আলমের ছেলে।
বিডি প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ