চুয়াডাঙ্গা শহরের চুয়াডাঙ্গা আবাসিক হোটেল নামের একটি হোটেল থেকে পুলিশ এক তরুণীর লাশ উদ্ধার করেছে। হোটেল রেজিস্টারে তার নাম ফরিদা খাতুন (২২) লেখা রয়েছে। স্বামী-স্ত্রী পরিচয়ে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি গত ২১ ফেব্রুয়ারি ফরিদা খাতুনকে নিয়ে হোটেলে ওঠে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) আমির আব্বাস জানান, হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে সোমবার বেলা ১২টায় পুলিশ হোটেলকক্ষ থেকে তরুণীর লাশ উদ্ধার করে। তিনি জানান, হোটেল রেজিস্টারে আনোয়ার হোসেন ও ফরিদা খাতুন স্বামী-স্ত্রী পরিচয়ে আসে। রেজিস্টারে তাদের ঠিকানা লেখা আছে গাজীপুর, ঢাকা।
হোটেল মালিক জিসান জোয়ার্দ্দার জানান, রবিবার রাত ৯টা পর্যন্ত স্বামী আনোয়ার হোসেনকে হোটেলের সামনে দেখা গেছে। রাতে ফরিদা খাতুন তার রুমে একা ছিলেন। বাইরে থেকে রুম তালাবদ্ধ ছিল। স্বামী পরিচয় দেওয়া আনোয়ার হোসেন রুমে তালা লাগিয়ে চাবি নিয়ে চলে গেছে।
লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই বলে ওসি জানান। তিনি বলেন, ময়নাতদন্তের পর জানা যাবে স্বাভাবিক মৃত্যু নাকি হত্যা।
বিডি-প্রতিদিন/ ২৬ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব