চুয়াডাঙ্গায় তিনদিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা টাউন মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ শেষে টাউন মাঠের মেলা প্রাঙ্গণে মিলিত হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ ও পুলিশ সুপার মাহবুবুর রহমান।
বিডি প্রতিদিন/ ২৬ ফেব্রুয়ারি, ২০১৮/ তাফসীর