কাউন্সিলর নির্বাচনে অংশ নেয়ার সময় ২৩ লাখ টাকা ধার নিয়েছিলেন শরীয়তপুরের পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতা ছাত্তার ও সমীর দে। কিন্তু নির্বাচনে দু'জনেই হেরে যান। সেই ২৩ লাখ টাকার ঋণও পরিশোধ করেননি। বর্ণা বেগম নামের যে নারীর কাছ থেকে তারা টাকা নিয়েছিলেন তিনি সোমবার সকালে মারা গেছেন। অভিযোগ উঠেছে বুধবার রাতে পাওনা টাকা আনতে গেলে তারা গৃহবধূকে পিটিয়ে গুরুত্বর আহত করেন। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর আজ গৃহবধূর মৃত্যু হয়।
পালং মডেল থানার ওসি (তদন্ত) হুমায়ন কবির বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে আনা হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় বর্ণার মৃত্যু হয়। তার দেবর দেলোয়ার ও মেয়ে আয়শা আক্তার বলেন, ২৩ লাখ টাকা ধার নিয়েছিল স্থানীয় স্বেচ্ছাসেবকলীগের ছাত্তার ও সমির। এ টাকা চাইতে গেলে মারপিট করে হত্যা করেছে। এদের বিচার চাই।
বিডি প্রতিদিন/৫ মার্চ, ২০১৮/ফারজানা