৮ মার্চ নারীর রাজনৈতিক ক্ষমতায়ন সপ্তাহ পালন উপলক্ষে নেত্রকোনা মহিলা পরিষদ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
সোমবার দুপুরে শহরের মোক্তাপাড়া এলাকায় পৌর সভার মোড়ে এ মানববন্ধন কর্মসূচী তারা পালন করেন।
‘জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন, আসন সংখ্যা এক তৃতীয়াংশ বৃদ্ধি ও নির্বাচনী এলাকা পুনঃনির্ধারণ করতে হবে’ এই দাবিতে মানববন্ধনে রাজনৈতিক সামজিক, সাংস্কৃতিক, সুশীল সমাজ, শিক্ষক-শিক্ষার্থী, গৃহিনী ও সাধারণ নারী সহ সর্বস্তরের নারীরা অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য রাখেন নেত্রকোনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তুহিন আক্তার, মহিলা পরিষদের রেহানা সিদ্দিকী, তাহেজা বেগম, এডভোকেট আরিফা জেসমিন নাহিন, আলী আমজাদ আন্টু সহ বিভিন্ন সংগঠনের তেৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন