টাঙ্গাইলের ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের স্থলকাশি নামক স্থানে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী জীবন মন্ডল (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।
সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। সে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কুকাদাইর গ্রামের সঞ্জীব আলীর ছেলে।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা ওসি আছাবুর রহমান জানান, ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে স্থলকাশি নামক স্থানে ভূঞাপুরগামী একটি বালুবাহী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। গুরুতর আহত হয় মোটরসাইকেলের চালক ও অপর এক আরোহী। আহতরা হলেন, একই উপজেলার কুকাদাইর গ্রামের রাহুল মন্ডল ও রাউৎবাড়ি গ্রামের রাসেল। এলাকাবাসী আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন