পাবনার ঈশ্বরদী উপজেলার নতুনহাট মোড়ে মঙ্গলবার ভোরে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে আড়াই হাজার পিস ইয়াবা জব্দ করেছে পাকশী হাইওয়ে পুলিশ। এসময় ওই গাড়ির চালক আবুল কালামকে (৪৫) আটক করা হয়।
এ ব্যাপারে পাকশী হাইওয়ে পুলিশের সার্জেন্ট রাজিবুল করিম জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নতুনহাট মোড়ে একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এসময় গাড়িতে আড়াই হাজার পিস ইয়াবা পাওয়ায় চালক আবুল কালামকে আটক করা হয়। তবে আগেই তার সহযোগী পালিয়ে যান। প্রাইভেটকারটি ঢাকা থেকে কুষ্টিয়া যাচ্ছিল।
এছাড়া আবুল কালাম দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিলেন বলে জানিয়েছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমউদ্দিন। তাকে দুপুরের মধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে।
আবুল কালামের বাড়ি ভোলা সদর উপজেলায়।
বিডি প্রতিদিন/৬ মার্চ, ২০১৮/ওয়াসিফ