বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ময়মনসিংহের ফুলপুরে বিএনপির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির উদ্যোগে ৬ মার্চ ২০১৮ মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা-হালুয়াঘাট মহাসড়কে ফুলপুর বালিয়া মোড়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে নেতৃত্ব দেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা সাবেক এমপি উপজেলা চেয়ারম্যান এড. আবুল বাসার আকন্দ। মানববন্ধনে বিএনপি নেতা আব্দুর রশিদ, পৌরসভার প্যানেল মেয়র হুমায়ুন কবির মিলন, শফিকুল ইসলাম, কামরুল হাসান ডন, রফিকুল ইসলাম, আবুল হাসান মানিক, শাহাব উদ্দিন, আব্দুর রউফ হীরা, এনামুল হক মন্ডল শাহীন, আব্দুর রহিম, জিয়াউল কাদের আপেল, কায়সার ফেরদৌস, ওমর ফারুক সরকার, আকবর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/ ০৬ মার্চ, ২০১৮/ ই জাহান