সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অভিযান চালিয়ে গাঁজাসহ রুবেল ফকির (২৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর সদস্যরা। এসময় তার কাছ থেকে পাঁচশ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সোমবার রাতে উপজেলার ঈশ্বরপুর গ্রামে এ অভিযান চালানো হয়।
এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের অফিস সহকারী আনোয়ার হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে পাঁচশ’ গ্রাম গাঁজা, একটি মোবাইল ফোন ও নগদ আট হাজার টাকাসহ মাদক বিক্রেতা রুবেলকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
আটক রুবেল ওই গ্রামের লুৎফর ফকিরের ছেলে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/৬ মার্চ, ২০১৮/ওয়াসিফ