বাগেরহাটের মোরেলগঞ্জে ১শ’ ২৫ পিস ইয়াবাসহ রফিকুল ইসলাম রনি ওরফে রানা(৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সোমবার রাত ১০টার দিকে তাকে বারইখালী গ্রামের শ্বশুর মৃত খালেক মাঝির বাড়ি থেকে আটক করেন। রানা ময়মনসিংহ জেলা সদরের নুরুল ইসলাম বাবুর ছেলে।
বাগেরহাট জেলা ডিবি পুলিশের ওসি শেখ মাইনুল ইসলাম বলেন, রানা মোরেলগঞ্জে ঘর জামাই থেকে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছে এমন সংবাদের ভিত্তিতে কৌশল অবলম্বন করে তাকে হাতেনাতে আটক করা হয়। তার নিকট থেকে উদ্ধার করা হয়েছে ১২৫ পিস ইয়াবা। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
এদিকে মঙ্গলবার বেলা ৮টার দিকে মোরেলগঞ্জ থানার এসআই রফিক অভিযান চালিয়ে ধানসাগর গ্রামের নূহ তালুকদারের ছেলে উজ্জল তালুকদার(২৭) কে আটক করেছেন। তার কাছে পাওয়া গেছে ৩০পিস ইয়াবা।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন