আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
“সময় এখন নারীর উন্নয়নে, তারা বদলে যাচ্ছে গ্রাম শহরের কর্ম জীবনে” এ শ্লোগান কে সামনে রেখে মঙ্গলবার সকালে নগরীর সদর রোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও সরকারি-বেসরকারি উন্নয়ন সংগঠন সমূহের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবুল কালাম আযাদ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা বেগম, মহিলা পরিষদের সাধাণি সম্পাদক পুস্প রানীসহ সরকারী বেসরকারী উন্নয়ন সংগঠন সমূহের কর্মকর্তারা।
মানববন্ধনে বক্তরা বলেন, দেশের উন্নয়নের ধারায় নারীদের ব্যাপক অবদান রয়েছে। সবার সাথে তাল মিলিয়ে নারীরা এগিয়ে যাচ্ছে। এবং জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সংখ্যা বৃদ্ধিসহ নির্বাচনের মাধ্যমে সংরক্ষিত বাড়ানোর দাবি জানান।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন