আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। একই দিনে জাতীয় পাট দিবস ২০১৮ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল ওহাব, মৎস্য কর্মকর্তা ইয়াকিন আলী শেখ, কৃষি কর্মকর্তা অনুপম রায়, সেটেলমেন্ট কর্মকর্তা ইকবাল কবির, সহকারি শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কর্মকার, মোস্তাকিম বিল্লাহ, বিভিন্ন এনজিও, ২০টি নারী সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/৬ মার্চ ২০১৮/হিমেল