পাবনার বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের তারাপুর এলাকার ধানক্ষেত থেকে স্বপন প্রামাণিক (২২) নামে এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুর ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্বপন তারাপুর দক্ষিণপাড়ার মালেক প্রামাণিকের ছেলে। তিনি দুইদিন ধরে নিখোঁজ ছিলেন।
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, দুপুরে ধানক্ষেতে তার গলা কাটা মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হচ্ছে।
বিডি প্রতিদিন/৬ মার্চ ২০১৮/হিমেল