টাঙ্গাইলের সখীপুর উপজেলার অভিযুক্ত ধর্ষক সোনা মিয়াকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখা।
মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্বারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি বেগম শামসুন নাহার শান্তি, সাধারণ সম্পাদক শাহ্নাজ খান নার্গিস, কার্যকরী সদস্য খন্দকার আমেনা রহমান, রেজিয়া রহমান, কানিজ ফাতেমা প্রমুখ।
উলেখ্য, গত বছরের ৭ মার্চ ৭ম শ্রেণীতে পড়ুয়া এক মেয়েকে সোনা মিয়া তার বাসায় ডেকে নিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে। বর্তমানে ওই ছাত্রী ৪ মাসের কন্যা সন্তানের মা।
বিডি প্রতিদিন/৬ মার্চ ২০১৮/হিমেল