‘সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সাতক্ষীরার কলারোয়ায় পালিত হয়েছে জাতীয় পাট দিবস-২০১৮। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভায় মিলিত হয়। কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মহাসীন আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন। বক্তব্যে তিনি পাট খাতের উন্নয়ন ও সম্প্রসারণে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ সমূহ, পাট ও পাটজাত পণ্যের ব্যবসার লাইসেন্স গ্রহণ এবং নবায়নে আইনগত বাধ্যবাধকতা এবং জাতীয় স্বার্থে পাটখাতের উন্নয়ন, সম্প্রসারণ ও পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা বজলুর রহমান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আতিকুজ্জামান। এ সময় ন্যাশনাল সার্ভিসে প্রশিক্ষণরত সকল সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/৬ মার্চ ২০১৮/হিমেল