শিক্ষাবিদ অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবালকে হত্যা প্রচেষ্টার প্রতিবাদে নাটোরে গণজাগরণ মঞ্চের আয়োজনে মানববন্ধন কর্মসূূচি পালিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে নাটোর পুরাতন বাসস্ট্যান্ডে আয়োজিত এই মানববন্ধনে উপস্থিত ছিলেন নাটোর গণজাগরণ মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট সুখময় রায়বিপ্লু, নাটোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লোকমান হোসেন বাদল, অ্যাডভোকেট রাশেদা আক্তার, কবি আশিক রহমান টিটু, সমাজকর্মী খন্দাকার সাজিদ হোসেন ঝর্ণা, সাংবাদিক বুলবুল আহমেদ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা রগেন্দ্র চন্দ রায়।
এ সময় বক্তারা অবিলম্বে দেশের প্রতিষ্ঠিত এই লেখককে হত্যা প্রচেষ্টার মূল পরিকল্পনাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন।
বিডি-প্রতিদিন/০৬ মার্চ, ২০১৮/মাহবুব