প্রেম করে বিয়ের মাস না পেরুতেই হোয়াইক্যং ইউনিয়নের মুলাপাড়ায় শ্বশুর বাড়িতে রহস্যজনক এক নববধূর মৃত্যু হয়েছে। আজ বিকালে মোহাম্মদ আলীর পুত্র কলিমুল্লাহর স্ত্রী নাছিমা আক্তারের (১৮) লাশ উদ্ধার করে পুলিশ। তবে এই নৃশংস ঘটনাটি খুন নাকি আত্নহত্যা তা নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
স্থানীয় মেম্বার সিরাজুল ইসলাম লালু শ্বশুর বাড়িতে নববধূর মৃত্যুর বিষয়টি স্বীকার করে বলেন, বাড়ির অপর সদস্যরা পলাতক রয়েছে। তাই এই ঘটনায় শ্বশুর বাড়ির লোকজন জড়িত বলে স্থানীয়রা ধারণা করছেন।
এব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট তৈরীর পর লাশ পোস্ট মর্টেমের জন্য নিয়ে আসা হয়েছে। লাশের গলায় ফাঁস লাগানোর চিহ্ন রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনী পদক্ষেপ নেওয়া হবে।
বিডি প্রতিদিন/৬ মার্চ ২০১৮/হিমেল