মালার আাসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছেন ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল আলীম ও মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খাতুন। আর এতে বিপাকে পড়েছেন উপজেলাবাসী। উপজেলা পরিষদে সেবা নিতে এসে ফিরে যাচ্ছেন সাধারণ মানুষ। একদিকে যেমন স্বাভাবিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে, ঠিক তেমনি বদলি হতে পারছেন না প্রাথমিকের সহকারী ও প্রধান শিক্ষকরা।
গত ফেব্রুযারি থেকে এ সমস্যায় পড়েছেন সদর উপজেলার সাধারণ মানুষ। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন মহিলা ভাইস চেয়ারম্যান দিয়ে কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। কিন্তু উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিষয়টি অস্বীকার করছেন।
শহরের আরাপপুর থেকে ফিরে যাওয়া কয়েকজন জানান, বিভিন্ন কাজে উপজেলা পরিষদে যাই। কিন্তু চেয়ারম্যান না থাকায় কয়েকদিন ধরে ফিরে আসছি। একদিকে সময় নষ্ট হচ্ছে, অপরদিকে কাজ হচ্ছেনা। সদর উপজেলার কয়েকজন ব্যক্তি অভিযোগ করে বলেন, প্রায় প্রতিদিন এইভাবে দূরদূরান্ত থেকে এসে ফিরে যাওযা সম্ভব নয়। আমরা চাষ করে খাই। এভাবে ফিরে গেলে আশা যাওয়া বাবদ টাকা নষ্ট হচ্ছে। অপরদিকে সময়ও নষ্ট হচ্ছে।
উপজেলায় কর্মরত বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী জানান, ফেব্রুয়ারি থেকে চেয়ারম্যানদের কারণে অনেক কাজ থেমে গেছে। দেড়মাস যাবত কোন উন্নয়ন কর্মকান্ড করতে পারছি না। কারণ প্রায় সব কাজের মধ্যে চেযারম্যান জড়িত আছে। তাদের উপস্থিতি ও স্বাক্ষরবিহীন কোন কাজ করতে পারছি না। উপজেলা নির্বাহী কর্মকর্তাও কিছু বলতে পারছে না। বর্তমানে উভয় সংকটে পড়েছি।
সদর উপজেলার প্রাথমিক স্কুলে কর্মরত শিক্ষকরা অভিযোগ করে বলেন, বৎসরে একটি সময় বদলির জন্য চেয়ে থাকি। জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ তিনটি মাস বদলির জন্য সময় পাই। দুই মাস অতিবাহিত হলেও বদলি হতে পারছিনা। আবার মার্চের প্রথম সপ্তাহ চলে গেল। উপজেলা চেয়ারম্যান না স্বাক্ষর না করলে বদলি হওয়া যায় না।
তারা আরো অভিযোগ করেন, এ পর্যন্ত একটি সহকারী অথবা প্রধান শিক্ষকও বদলি হতে পারেননি।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম জানান, সমস্ত কাজ হচ্ছে। কাজ বন্ধ নেই। কেই বাধাগ্রস্ত হচ্ছে না। মহিলা ভাইস চেযারম্যান দিয়ে কাজ চালিয়ে যাচ্ছি।
এ ব্যাপারে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খাতুন বলেন, মামলার কারণে উপজেলায় যেতে পারছি না। আবার গোপনেও কোন ফাইলে স্বাক্ষর করছিনা। খুব দ্রুতই জামিন নিয়ে অফিস শুরু করব।
এদিকে উপজেলা চেয়ারম্যান আব্দুল আলীমের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/৬ মার্চ ২০১৮/হিমেল