দিনাজপুরের বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ৪টি বাড়ি ভস্মীভূত হয়েছে। আজ বিকাল সাড়ে ৪টার দিকে বীরগঞ্জ উপজেলা সুজালপুর ইউনিয়নের কংগরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অগ্নিকান্ডে ধান-চাল, সরিষা-কালাই, কাপর-চোপর, থালা-বাসন, বিছানা-বালিশসহ ঘরের যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো দাবি করেছে।
স্থানীয় এলাকাবাসীরা জানায়, বেলা ৩টার দিকে বীরগঞ্জ উপজেলা সুজালপুর ইউপির কংগরপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে আনারুল ইসলামের রান্নঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই প্রতিবেশী আতাবুল ইসলাম, মতিবুল ইসলাম, আলমগির হোসেন ও লুৎফর রহমানের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ও পুলিশ আগুন নেভাতে ব্যর্থ হয়। খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের ইউনিট কমান্ডার এরশাদের নেতৃত্বে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডি প্রতিদিন/৬ মার্চ ২০১৮/হিমেল