চুয়াডাঙ্গায় এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মৃত সেই ব্যক্তির নাম লালন (৩৪)। লালন সেই এলাকার আনার আলির ছেলে।
শুক্রবার রাত পৌনে ৯টার দিকে চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার কলিমউল্লাহ (সদর সার্কেল) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
তিনি জানান, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে। একই সঙ্গে সেই এলাকায় নতুন করে যাতে কোনো অপ্রতীকর ঘটনা না ঘটে সেজন্য ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর