চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে বাংলা নতুন বছরকে বরণ করা হচ্ছে। এ উপলক্ষে সকাল ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান ও পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেন।
পরে শহরের গস্খণিভিউ উচ্চ বিদ্যালয় আম্রকাননে পান্তা আপ্যায়নের ব্যবস্থা করা হয়। এখানেই জেলা প্রশাসনের আয়োজনে চলবে দিনব্যাপী বৈশাখের বিভিন্ন অনুষ্ঠান।
অন্যদিকে বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন ও সাধারণ পাঠাগার পৃথকভাবে বর্ষবরণ অনুষ্ঠান পালন করছে।
বিডি-প্রতিদিন/১৪ এপ্রিল, ২০১৮/মাহবুব