বরিশালের হিজলা উপজেলার দক্ষিণ বাউশিয়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ৫ লাখ মিটার অবৈধ নতুন কারেন্ট জালসহ আব্দুর রব সিকদার (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে নৌ পুলিশ।
শুক্রবার বিকেলে এই অভিযানে আটক রব সিকদার ওই উপজেলার দক্ষিণ বাউশিয়া গ্রামের মৃত হাসেম সিকদারের ছেলে।
বরিশাল নৌ পুলিশের পরিদর্শক আবু তাহের জানান, নদীতে অবৈধভাবে মাছ শিকারের জন্য জব্দকৃত জালগুলো ওই বাড়িতে অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছিলো। গোপন সংবাদের ভিত্তিতে নৌ পুলিশ ওই বাড়ি অভিযান চালিয়ে ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ এবং জালের মালিক রব সিকদারকে আটক করে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান নৌ পুলিশ পরিদর্শক তাহের।
বিডি-প্রতিদিন/১৪ এপ্রিল, ২০১৮/এনায়েত/মাহবুব