কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাঙালির বর্ষবরণ ও পহেলা বৈশাখ উদযাপন চলছে। এ উপলক্ষে সকাল সাড়ে ৮টায় কুড়িগ্রাম জেলা প্রশাসনের নেতৃত্বে একটি মঙ্গল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান মঙ্গল শোভাযাত্রা করে। বৈশাখ উপলক্ষে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা চত্বর, নাগেশ্বরীর ভিতরবন্দ জমিদার বাড়িসহ বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়াও বিকালে ধরলা নদী পাড়ে অনুষ্ঠিত হবে ঘুড়ি উৎসব।
বিডি প্রতিদিন/১৪ এপ্রিল ২০১৮/এনায়েত করিম