কুড়িগ্রামের নাগেশ্বরীতে কালবৈশাখী ঝড়ে কয়েকটি ইউনিয়নের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত এবং আবাদি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার পরে ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টি শুরু হয়। কিছুক্ষণ পর শিলাবৃষ্টি থামলেও প্রায় ঘণ্টাব্যাপী কালবৈশাখীর তাণ্ডব চলে। ফলে উপজেলার রামখানা, সন্তোষপুর ও রায়গঞ্জ ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়নের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয় এবং গাছপালা ভেঙে যায়। এসময় ঝড়ের কবলে পড়া এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।
রামখানা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলীম সরকার জানান, কালবৈশাখী ঝড়ে তার ইউনিয়নের শতাধিক পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে ঘর হারিয়ে অনেকে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন।
রায়গঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল ওয়ালিদ বলেন, ‘রাত পর্যন্ত যতটুকুু খবর পেয়েছি তাতে প্রায় ৭০-৮০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যে ঝড় হয়েছে তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে।
এদিকে, জেলার ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নেও কালবৈশাখী ঝড়ের খবর পাওয়া গেছে। তবে শনিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বিডি প্রতিদিন/১৪ এপ্রিল ২০১৮/এনায়েত করিম