আনন্দঘন পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জয়পুরহাটে উদযাপন হচ্ছে বাংলা নববর্ষ ১৪২৫। এ উপলক্ষে দুদিনব্যাপী গৃহীত বাংলা নববষের কর্মসূচির শুভ সূচনা হয় শনিবার সকালে। মঙ্গল প্রদীপ প্রজ্বলন করা হয়। এরপর সকাল ৮টায় জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মঙ্গল শোভাযাত্রায় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোকাম্মেল হক, পুলিশ সুপার রশীদুল হাসান, জেলা প্রশাসক(সার্বিক) মো. আব্দুল্লাহেল বাকি সিভিল সার্জন ডা. হাবিবুল আহসান তালুকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী।
আলোচনা সভা শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং হাডুডু, কাবাডি ও লাঠি খেলা এবং সার্কিট হাউসে পান্তা ভোজন।
তবে এবারের পান্তার সাথে ছিল না জাতীয় মাছ ইলিশ। তার পরিবর্তে ছিল খাসির মাংস এবং ছোট মাছ ভাজা। বিকালে জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দানে বসছে বৈশাখী মেলা এবং জেলা মানবাধিকার নাট্য পরিষদ ও একেএম আব্দুল আজিজ সংগীত ভূবনের যৌথ আয়োজনে দু’দিন ব্যাপী আলোচনা সভা, লোকনৃত্য, লোকগান, লোকনাট্য এবং লোকনৃত্য, ভাওয়াইয়া ও কবি গানের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী।
এ ছাড়াও জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসন ও স্থানীয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পৃথকভাবে বাঙালির প্রাণের উৎসব ‘পহেলা বৈশাখ’ বাংলা নববর্ষ‘-১৪২৫ উদযাপন করছে।
বিডি-প্রতিদিন/১৪ এপ্রিল, ২০১৮/মাহবুব