সারা দেশের মতো টাঙ্গাইলেও বর্ণাঢ্য আযোজনের মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে বরণ করে নেয়া হচ্ছে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে প্রভাতী অনুষ্ঠান, মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী মেলার উদ্বোধন, পান্তা উৎসব, গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, অসহায় মানুষের মাঝে বাঙ্গালী খাবার পরিবেশনসহ আরো নানা আয়োজন।
শনিবার সকাল ৮টায় স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়। সেখানে ৫দিন ব্যাপী এক বৈশাখী মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন, মো. ছানোয়ার হোসেন এমপি, মনোয়ারা বেগম এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমর রায় প্রমুখ।
এদিকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাঙ্গালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। শনিবার সকাল ৯.৩০ মিনিটে প্রসাশনিক ভবনের সামনে থেকে আনন্দ র্যালি শুরু করে পুরো ক্যাম্পাস ও সন্তোষ বাজার প্রদক্ষিণ করে প্রসাশনিক ভবনের সামনে শেষ হয়।
এ সময় ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ শাহীন উদ্দিন, প্রক্টর ড. সিরাজুল ইসলাম, লাইফ সায়েন্স অনুষদের ডিন ড. এ.এস.এম. সাইফুল্লাহ, সায়েন্স অনুষদের ডিন ড. পিনাকী দে, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ড. ইকবাল মাহমুদ, রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি সজীব তালুকদার ও সাধারন সম্পাদক সাইদুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যান্য কর্মসূচির মধ্যে মুক্তমঞ্চ সংলগ্ন মাঠে পান্তা আয়োজন, ছাত্রী এবং শিক্ষিকাদের মধ্যে হাঁড়িভাঙ্গা, ছাত্রদের মধ্যে মোরগ লড়াই, শিক্ষকদের জন্য চাচা আপন জান বাঁচা, কর্মকর্তাদের মধ্যে রশি টানাটানি, কর্মচারিদের মধ্যে হাডুডু খেলা, ছাত্র-শিক্ষকদের মধ্যে রম্য বিতর্ক, ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় নৃত্য, সঙ্গীত ও নাটক।
বিডি-প্রতিদিন/১৪ এপ্রিল, ২০১৮/মাহবুব