ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে কাভার্ডভ্যান ও পিকআপভ্যানের সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক যুবক (২৮) নিহত ও গুরুতর আহত হয়েছেন দুইজন।
এছাড়া সিরাজদিখান উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১০ জন আহত হয়েছেন।
শনিবার সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাখিরমোড় এলাকার গোমতী ব্রিজের ঢালে পিকআপ ও কাভার্ডভ্যানের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
অপরদিকে ঢাকা-মাওয়া মহাসড়কে নিমতলি এলাকায় সকাল ৯টায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, সকালে ঢাকামুখী কাভার্ডভ্যানের সঙ্গে কুমিল্লাগামী পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অজ্ঞাতপরিচয় এক যুবক ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি হাইওয়ে থানা হেফাজতে আছে এবং নিহতের মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন