বাংলা নববর্ষ-১৪২৫ কে বরণ করতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে লক্ষ্মীপুরের রায়পুরে বর্ষবরণ উদযাপিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসন চত্ত্বর থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
এছাড়া তেলাপিয়া-পান্তা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন করা হয়।
মঙ্গল শোভাযাত্রায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার বিএসসি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কামাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, হাজী মাজেদা বেগম, রায়পুর থানা অফিসার ইনচার্জ এ.কে.এম আজিজুর রহমান মিয়া উপস্থিত ছিলেন।
বাংলা নববর্ষ উপলক্ষে পৌর শহরের নতুন বাজার ও ওয়াবদা মাঠে বৈশাখী মেলার আয়োজন করা হয়। এছাড়া রায়পুর মার্চ্চেন্টস্ একাডেমী, রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, সবুজ সেনা খেলাঘর, বঙ্গবন্ধু শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ উদযাপন করছেন।
মঙ্গল শোভাযাত্রায় নানা ধরণের প্রতীকী শিল্পকর্ম বহন করা হয়। প্রত্যেকের হাতে মাথায় বাঙালি সংস্কৃতির পরিচয়বাহী বিভিন্ন উপকরণ, রঙ-বেরঙের নানা প্রাণীর প্রতিকৃতি শোভা পায়। বাঙালি সংস্কৃতির পরিচয়বাহী ঘোড়া, হাতি, পালকি, মাছ, ঘোড়ার গাড়ি, পেঁচার প্রতিকৃতি ছিল চোখে পড়ার মত। শোভাযাত্রায় পৌর শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষকমণ্ডলী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার কয়েকটি ইউনিয়নে মঙ্গল শোভাযাত্রা বের করে।
বিডি প্রতিদিন/১৪ এপ্রিল ২০১৮/এনায়েত করিম