নানা কর্মসূচির মধ্য দিয়ে নীলফামারীতে পালিত হচ্ছে বাঙ্গালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। এ উপলক্ষে সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট চত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে আবার কালেক্টরেট চত্বরে গিয়ে আলোচনায় মিলিত হয়।
এতে জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান বক্তব্য রাখেন।
এরপর সেখানেই আগতদের মাঝে বাঙ্গালি খাবার পরিবেশন করা হয়। সকাল সাড়ে ৯টায় গ্রামীণ মেলা ও শিশু আনন্দ মেলার উদ্বোধন করা হয়। পরে সকাল সাড়ে ১০টায় শিশুদের জন্য বিভিন্ন খেলাধুলা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে আলাদাভাবে মঙ্গল শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
বিডি-প্রতিদিন/১৪ এপ্রিল, ২০১৮/মাহবুব