ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ। এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ৭টায় স্থানীয় ওয়াজের আলী স্কুল মাঠ থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করে জেলা প্রশাসন।
শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে পুরাতন ডিসি কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রায় পাখি, হাতি, মাছসহ গ্রাম বাংলার নানা প্রতিকৃতি স্থান পায়।
শোভাযাত্রায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ঝিনাইদহ জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন অংশ নেয়। পরে পুরাতন ডিসি কোর্ট চত্বরে বেলুন উড়িয়ে বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। এরপর মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় বৈশাখী সংগীত। এ সময় সংসদ সদস্য আব্দুল হাই, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মিজানুর রহমান সহ বিভিন্ন শ্রেণী-পেশার হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/১৪ এপ্রিল, ২০১৮/মাহবুব