বরিশাল নগরীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র বাজার রোডে অগ্নিকাণ্ডে ৫টি দোকান এবং ৩ টি বসত ঘর পুড়ে গেছে।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ওই এলাকার প্রিয়া স্টোর নামে একটি মুদি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। দেড় ঘণ্টার চেষ্টায় শনিবার ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণ হয়। তবে এর আগেই একটি মুদী দোকান, একটি মুরগীর দোকান, চায়ের দোকান, পানের দোকান, একটি সেলুন ও ৩টি বসত ঘর এবং যাবতীয় মালামাল পুড়ে যায়। আগুনে কোটি টাকার বেশী ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্তদের।
তবে বরিশাল সদর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, আগুনে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে তারা কমপক্ষে ১ কোটি টাকার বেশী সম্পদ রক্ষা করতে পেরেছেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন