বাগেরহাটে নানা আয়োজনে বর্ষবরণ উদযাপন করছে জেলা প্রশাসন। শুক্রবার সকালে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়াম থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটরিয়াম চত্বরে এসে শেষ হয়।
মঙ্গল শোভাযাত্রায় বাগেরহাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ বাগেরহাটের নানা শ্রেণি ও পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন। স্কুলের শিক্ষার্থীরা নানান সাজে সজ্জিত হয়ে অংশ নেয়।
শোভাযাত্রা শেষে ফিতা কেটে সপ্তাহব্যাপী বৈশাখী মেলার উদ্ধোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মীর শওকাত আলী বাদশা, বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়।
বাগেরহাটে বর্ষবরণ উপলক্ষ্যে শহরের জেলা পরিষদ অডিটরিয়াম চত্বরে বসেছে সপ্তাহব্যাপী বৈশাখী মেলা।
বিডি-প্রতিদিন/১৪ এপ্রিল, ২০১৮/মাহবুব