জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে আজ শনিবার উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ-১৪২৫ খ্রিষ্টাব্দ। মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজনে দিনটি উদযাপন করা হচ্ছে।
সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর নেতৃত্বে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। পরে আমাদের কিশোরগঞ্জ সংগঠনের ব্যানারে পুরাতন স্টেডিয়াম থেকে চারুকলার ন্যায় নানা ধরণের মুখোশ পরে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা।
দিন ব্যাপী অন্যান্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে সঙ্গীত, নৃত্য, লাঠিখেলাসহ নানা আয়োজন। বিভিন্ন বয়সী নানা শ্রেণি পেশার মানুষ এতে অংশ নিচ্ছেন। তাদের সবার প্রত্যাশা ধর্মান্ধতা ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ। বাঙালির প্রাণের এ উৎসবে যোগ দিতে পেরে সকলেই আনন্দিত।
এ উপলক্ষে পুরাতন স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে সপ্তাহব্যাপী বৈশাখি মেলা।
বিডিপ্রতিদিন/ ই-জাহান
কিশোরগঞ্জ প্রতিনিধি: