উৎসব মুখর পরিবেশ ও প্রাণ চাঞ্চল্যের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করেছেন দিনাজপুরের সর্বস্তরের মানুষ। নানা আয়োজনের মধ্য দিয়ে বাঙালীর প্রাণের উৎসব বরণ করে নিয়েছে দিনাজপুরবাসী।
নতুন বছর ১৪২৫ সনের প্রথম প্রভাতে দিনাজপুর ষ্টেশন ক্লাবে প্রভাতী অনুষ্ঠানের মাধ্যমে বর্ষবরণ শুরু করা হয়। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপিসহ সরকারী কর্মকর্তা ও সমাজের বিভিন্ন স্তরের নারী-পুরুষের অংশ গ্রহণে অনুষ্ঠানটি উৎসবমূখর পরিবেশে সম্পন্ন হয়।
জেলা প্রশাসন ও বৈশাখী উৎসব উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে।
হুইপ ইকবালুর রহিম এমপি এর নেতৃত্বে জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, পুলিশ সুপার মো. হামিদুল আলম, বৈশাখী উৎসব পরিষদের আহ্বায়ক সফিকুল হক ছুটু, সদস্য সচিব মো. আনোয়ারুল ইসলামসহ মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও সর্বস্তরের বিপুল সংখ্যক আবাল বৃদ্ধবনিতা ও শিশুরা অংশ নেয়।
নানা ধরনের চিত্রকর্ম, কারুশিল্প, ব্যানার, ফেস্টুন, বেলুন ও মুখোশসহ বিভিন্ন উপকরণে শোভাযাত্রাটি বর্ণিল, আকর্ষনীয় ও আনন্দময় হয়ে উঠে।
শোভাযাত্রায় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বৈশাখী উৎসব পরিষদ, শিশু একাডেমী, দিনাজপুর নাট্য সমিতি, নবরূপী, শিল্পকলা একাডেমী, সম্মিলিত সাংস্কৃতিক জোট, স্কুল, কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
এদিকে, পহেলা বৈশাখ শনিবার সন্ধ্যায় দিনাজপুর বড় ময়দানের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বৈশাখী উৎসব পরিষদ দিনাজপুর আয়োজিত নববর্ষ উদযাপন উপলক্ষে বৈশাখী মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
দিনাজপুর বৈশাখী উৎসব পরিষদের আহবায়ক মোঃ সফিকুল হক ছুটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আব্দুছ ছবুর ও পুলিশ সুপার মোঃ হামিদুল আলম। বর্ষবরণ অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্যসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। বৈশাখী মেলা ৭দিন ব্যাপী চলবে।
বিডিপ্রতিদিন/ ই-জাহান