বৈশাখের ভোরে সূর্যোদয়ের সাথে সাথে বর্ণিল আয়োজনে নাটোরের সর্বত্র বাংলা নতুন বছর ১৪২৫-কে বরণ করা হচ্ছে।
শনিবার সকালে বর্ণাঢ্য আয়োজনে নেচে-গেয়ে প্রাণের উৎসবে মেতেছেন নাটোরবাসী। আনন্দমুখর পরিবেশে নতুন বছরকে স্বাগত জানাতে মঙ্গল শোভাযাত্রায় শামিল হন বিভিন্ন স্তরের মানুষ।
এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সকালে একটি শোভাযাত্রা শহরের কানাইখালী স্টেডিয়াম থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে লালবাজার হয়ে বঙ্গজ্বল ছোট রাজবাড়ী মাঠে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন নাটোর-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহিনা খাতুন, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।শোভাযাত্রা শেষে রানী ভবানীর রাজবাড়ী চত্বরের মুক্তমঞ্চে বাঙ্গালী সংস্কৃতির ঐতিহ্যবাহী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সার্বজনীন এই উৎসবে অংশ নেয়া সবার মধ্যেই ছিল সাম্প্রদায়িকতা ও মৌলবাদকে রুখে দেয়ার দৃঢ় প্রত্যয়। একইভাবে জেলার সিংড়া, নলডাঙ্গা, বড়াইগ্রাম, গুরুদাসপুর, লালপুর ও বাগাতিপাড়ায় বর্ণিল আয়োজনে নতুন বছরকে বরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর