ময়মনসিংহের ফুলপুরে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ। এ উপলক্ষে সকালে উপজেলা অফিসার্স ক্লাবে শুকনা মাছ ভর্তা ও পান্তা ভাতের আয়োজন করা হয়।
পান্তা খাওয়ার মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচী। খাবারে মাছ ভর্তা ছাড়াও ছিল গ্রাম বাংলার ঐতিহ্য পাট শাক, আলো ভর্তা, চেপা ভোনা, কৈ মাছ ভাজি, দেশি মুরগীর ভোনা প্রভৃতি মুখরোচক খাবারের সমাহার। এরপর দুপুরে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে নেতৃত্ব দেন, এমপি শরীফ আহমেদ। পরে উপজেলা অফিসার্স ক্লাব মিলানয়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর থেকে শুরু হয় বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় নানা ধরনের স্টল বসে। ওইসব স্টলে রংবেরঙের খেলনা কিনতে আসা গ্রামীণ চেকের শাড়ি পরা ছেলেমেয়েদের যেন উপচে পরা ভীড়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছে উপজেলা শিল্পকলা একাডেমি, ওয়ার্ল্ড ভিশন, ফুলপুর কেজি স্কুল, ফুলপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, ফরহাদ ক্যাডেট একাডেমিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এমপি শরীফ আহমেদ, ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুর, মেয়র আমিনুল হক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র আহবায়ক সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ হাকিম সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা খাতুন, ওসি (তদন্ত) রুহুল আমিন তালুকদার, উপজেলা যুব লীগের সভাপতি বাবু শশধর সেন, পৌর আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুল হাসান টিটু, সমাজসেবা অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সমবায় অফিসার কামরুজ্জামান, নির্বাচন অফিসার সাইফুল ইসলাম, ফুলপুর পৌর আওয়ামীলীগের সভাপতি খলিলুর রহমান, ফুলপুর মহিলা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহ তাফাজ্জল হোসেন, ফুলপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগম প্রমুখ।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর