নতুন বছরকে বরণ করে নিতে উৎসব মুখর পরিবেশ ও প্রাণ চাঞ্চল্যের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করেছে গোপালগঞ্জবাসী।
জেলা প্রশাসনের উদ্যোগে ভোর সাড়ে ৬টায় স্থানীয় লেকের পাড়ে বর্ষবরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে গোপালগঞ্জে বাংলা নববর্ষের বিভিন্ন অনুষ্ঠান শুরু হয়।
পরে সেখান থেকে শুরু হয় বৈশাখী শোভাযাত্রা।এর আগে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান খন্ড খন্ড নিজস্ব শোভাযাত্রা নিয়ে জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী শোভাযাত্রার সাথে মিলিত হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
জেলা প্রশাসন, সরকারী বঙ্গবন্ধু কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উদীচী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, ত্রেবেনী একাডেমীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ঢাক-ঢোল, বিভিন্ন রং, বে-রংয়ের ব্যানার,ফেস্টুন,গ্রামীন নানা উপকরন নিয়ে এবং মেয়েরা গ্রামীন সাজে সেজে শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রা শেষে চলে পান্তা ভাতের অনুষ্ঠান।
এছাড়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে আলাদাভাবে বর্ষবরনের অনুষ্ঠান পালন করছে। জেলার অন্যান্য উপজেলা গুলোতেও বর্ষবরনের নানা কর্মসূচী পালন হচ্ছে।
বিডিপ্রতিদিন/ ই-জাহান