বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লায় উদযাপিত হয়েছে বাঙালীর প্রাণের উৎসব বাংলা নববর্ষ। শনিবার জেলা প্রশাসন আয়োজিত মঙ্গল শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ.ক.ম. বাহাউদ্দিন বাহার। এসময় কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন উপস্থিত ছিলেন।
এদিকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোট, কুমিল্লা সাংস্কৃতিক জোটসহ কুমিল্লার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন রঙবেরঙের ব্যানার ফেস্টুন প্লেকার্ড ও বিভিন্নঐতিহ্যবাহী সাজসজ্জায় অনুষ্ঠিত হয় এ মঙ্গল শোভাযাত্রা।
নানা রকমের মুখোশ, ঢোল, বাঁশি, ভুভুজেলাসহ হরেক রকমের বাদ্যযন্ত্র নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার লোক শোভাযাত্রায় অংশ নেয়। এসময় কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মোঃ রূহুল আমিন ভূইয়া, ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ রতন কুমার সাহা, সম্মিলিতি সাংস্কৃতিক জোটের নববর্ষ উদযাপন পরিষদেও আহবায়ক ও অজিতগুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যডভোকেট শহীদুল হক স্বপন উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর