মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে বন্ধ রয়েছে যান চলাচল। শনিবার সন্ধ্যা সোয়া ৬টা থেকে ঝড়ো হাওয়া প্রবাহিত হওয়ার কারণে বন্ধ হয় লঞ্চ, স্পিডবোট ও ফেরি চলাচল। নৌযান চলাচল বন্ধ থাকায় ঢাকাগামী যাত্রীরা কাঁঠালবাড়ি ঘাটে আটকা পড়েছেন
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ি ঘাট সূত্রে জানা গেছে, সন্ধ্যায় হঠাৎ করে প্রবল বেগে বাতাস শুরু হয়। পরে বৈরি আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে সোয়া ৬টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।
কাঁঠালবাড়ি ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বলেন, ঝড় শুরু হতে পারে, এমনটা আশঙ্কা করেই ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে ফেরি চলাচল শুরু হবে। তাছাড়া সরকারি ছুটি থাকায় ঘাট এলাকায় যাত্রীবাহী পরিবহনের বেশ ভিড় রয়েছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর