কুমিল্লায় তুচ্ছ ঘটনায় এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। নিহত জুম্মন জেলার সদর উপজেলার আড়াইওরা এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে।
সূত্র জানায়, শুক্রবার বিকেলে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটা-কাটির এক পর্যায়ে জুম্মনকে দা দিয়ে কুপিয়ে আহত করে তারই খালাত বোন সিমা আক্তার, দুলাভাই জেবু মিয়া এবং ভাগিনা সাইফুল।
আহত জুম্মনকে ওই দিন প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা সংকটাপন্ন হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে সে মারা যায়। এদিকে জুম্মন হত্যার বিচার দাবি করেছেন তার স্বজন ও এলাকাবাসী।
কুমিল্লা কোতয়ালী থানার ওসি আবু ছালাম মিয়া জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডিপ্রতিদিন/ ই-জাহান