লক্ষ্মীপুরে পথ শিশু ও রিক্সা শ্রমিকদের মাঝে খাবার বিতরণ ও কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অক্সিজেন’ এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
সংগঠনটির ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষ্যে শনিবার দুপুরে শহরের আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক তাহের আহমদ।
সংগঠনের নির্দেশক তরুন লেখক তকী উদ্দিন মুহাম্মদ আকারামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল। সঞ্চালনায় ছিলেন ‘অক্সিজেন’ এর পরিচালক মো. সোহেল।
বিডিপ্রতিদিন/ ই-জাহান