বরগুনার পাথরঘাটায় ২৫ পিস ইয়াবাসহ মাহবুব হোসেন কালু (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুর দেড়টার দিকে পাথরঘাটা পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের মতিয়ার রহমানের বাড়ির উত্তর পাশ থেকে তাকে আটক করা হয়। আটক মাহবুব হোসেন কালু পাথরঘাটা পৌরশভার ৫নম্বর ওয়ার্ডের মৃত্যু আবুল বাশার হাওলাদারের ছেলে।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবীর আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা পৌরসহরের ৫নম্বর ওয়ার্ডের মতিয়ার রহমানের বাড়ির উত্তর পাশ থেকে মাহবুব হোসেন কালুকে ২৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। মাহবুব হোসেন কালু দীর্ঘ দিন ধরে পাথরঘাটায় ইয়াবা ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা করে জেল হাজতে প্রেরণ করা হবে।
বিডিপ্রতিদিন/ ই-জাহান