রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফারুক হোসেনকে (৫০) শনিবার রাতে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বালিয়াকান্দি সদর ইউনিয়নের ভিমনগর গ্রামে এ ঘটনার পর তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার মো. ফারুক হোসেন বলেন, শিক্ষা কর্মকর্তাকে ধারালো অস্ত্র দিয়ে তার ঘারে একটি ও পিঠে দুইটি কোপ দেওয়া হয়েছে। তবে বর্তমানে তিনি শংকামুক্ত রয়েছেন।
দুর্বৃত্তদের আটকের চেষ্টা চলছে জানিয়ে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিনা বেগম বলেন, এ ব্যাপারে শিক্ষা কর্মকর্তা ফারুক হোসেন মামলা দায়ের করবেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার