হবিগঞ্জের মাধবপুরে প্রতিপক্ষের ট্যাডার আঘাতে হেলাল মিয়া (৩৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। উপজেলার বাঘাসুরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে মসজিদে শিরনি বিতরণকে কেন্দ্র করে করে শনিবার রাতে এই ঘটনা ঘটে। হেলাল মিয়া ওই গ্রামের মৃত ছনাই মিয়ার ছেলে।
খুনের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী। তিনি বলেন, এ ব্যাপারে এখনো কেউ কোনো অভিযোগ করেনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার