নওগাঁর তালতলীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহীন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শাহীন নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া মাদরাসা পাড়ার মৃত তজু খন্দকারের ছেলে।
শনিবার সন্ধ্যায় নওগাঁ শহর থেকে বাড়ি ফেরার পথে দুবৃত্তরা শাহীনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা শাহীনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ওসি সুমিত কুমার কন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন