দিনাজপুর জেলার বীরগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রাম ঝাড়বাড়ী। শনিবার নতুন বছরকে বরণ করে নিতে গ্রামটিতে মানুষের ঢল নামে।
বর্ষবরণে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। দূর মেঠোপথ অতিক্রম করে নানা শ্রেণি-বর্ণের মানুষ অংশ নেন বৈশাখের আয়োজনে।
ঝাড়বাড়ী সামাজিক সংগঠন অতঃপর থিয়েটার এন্ড সংঘ এর আয়োজনে মঙ্গল শোভাযাত্রায় শিল্পীদের হাতের ছোঁয়া ও রং-তুলির আঁচড় শোভা বর্ধন করে। ঢোল আর ঢাকের তালে এবং গ্রামবাসীদের নাচে-গানে জমে উঠে শোভাযাত্রা। ছিল গ্রামবাংলার ঐতিহ্যবাহী পালকিসহ নানা অনুষঙ্গ। কেউ সেজেছিলেন বর-বউ, কেউ বেহুলা, নকল সাপ নিয়ে হাজির হয়েছিল সাপুড়েদের দলও।
মঙ্গল শোভাযাত্রা আয়োজক ও অতঃপর থিয়েটারের সভাপতি সৈয়দ আতাউর রহমানের বলেন, সকল ভেদাভেদ ভুলে অশুভকে দূর করে আলোকিত বাংলাদেশ গড়তে সবাই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করে।
বিডি প্রতিদিন/১৫ এপ্রিল, ২০১৮/ফারজানা