পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। মৃত সেই ইউপি সদস্যের নাম আব্দুল লতিফ ঘরামীকে (৫০)।
রবিবার ভোর সাড়ে ৫টার দিকে সেই ইউনিয়নের তুলাতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল লতিফের বাড়ি উপজেলার বকসীর ঘটিচোরা গ্রামে।
মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল আমীন বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আব্দুল লতিফকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর