গাজীপুরের টঙ্গীর নতুন বাজার এলাকায় ট্রেন দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৬ জন। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
রবিবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এরপর রাজধানী ঢাকার সঙ্গে কেবল নারায়ণগঞ্জ ছাড়া সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকাল ৫টার দিকে আবারও রেল চলাচল স্বাভাবিক হয়।
রেলওয়ে সূত্র জানায়, ট্রেনটির চারটি পেছনের বগি লাইনচ্যুত হওয়ার পর গতির কারণে ওই অবস্থায় ট্রেনটি কয়েকশ গজ এগিয়ে যায়। এক পর্যায়ে দুটি বগি কাত হয়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আরিফুজ্জামানকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৫ এপ্রিল, ২০১৮/সালাউদ্দিন/ওয়াসিফ/মাহবুব