কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাসচাপায় সাবিহা ইসলাম (৫) নামে এক শিশু নিহত হয়েছে। সে বাহাদিয়া গ্রামের শরীফুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রবিবার দুপুরে শিশুকন্যা সাবিহাকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বের হয়েছিলেন শরীফুল ইসলাম। বরাটিয়া চৌরাস্তার কাছে চলন্ত অবস্থায় মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে যায় সাবিহা। এ সময়র একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই সাবিহার মৃত্যু হয়। এলাকাবাসী বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
বিডি প্রতিদিন/১৫ এপ্রিল, ২০১৮/ফারজানা